দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো। অবশেষে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছরের ক্যারিয়ারে এই কিংবদন্তী প্রথমবারের মতো ‘সেরা অভিনেতা’ হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন।
‘স্বদেশ’ ছবির পরেও যে পুরস্কার অধরা থেকে গিয়েছিল, সেই জাতীয় পুরস্কার শাহরুখের কাছে ধরা দিল ‘জওয়ান’ ছবির মাধ্যমে। পুরস্কার পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন শাহরুখ খান।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি। জুরি, তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে আমার ধন্যবাদ।’ কিং খান আরও বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যা চিরকাল আমার মনে থেকে যাবে। যারা আমাকেই সম্মানের যোগ্য বলে মনে করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজু স্যার, অ্যাটলি স্যার আমাকে এই ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য।’
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। তারপর থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো অসংখ্য জনপ্রিয় ও সমালোচকদের প্রশংসিত সিনেমায় অভিনয় করলেও, এতদিন জাতীয় পুরস্কার তার ভাগ্যে জুটেনি!
স্বদেশ (২০০৪)-এ নাসা ইঞ্জিনিয়ার মোহন ভাগবতের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল, যেখানে তিনি নিজের দেশের সঙ্গে পুনরায় সংযোগ খুঁজে পান। অনেকে মনে করেছিলেন, এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন শাহরুখ! সিনেমাটি তখন প্রশংসিত হলেও সে বছর ‘হাম তুম’ এর জন্য ‘সেরা অভিনেতা’র পুরস্কারটি পান সাইফ আলী খান।
এরপর সম্ভাবনা তৈরী তয় ‘চাক দে! ইন্ডিয়া’ (২০০৭)-এর জন্য! খেলোয়াড়দের ত্যাগ ও লড়াইয়ের গল্পে, এক বিতর্কিত হকি কোচ হিসেবে শাহরুখের সংযত ও তীব্র অভিব্যক্তির অভিনয় সবার মনে দাগ কাটে। কিন্তু সেবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার থাকে অধরা! ওই বছরে সিনেমাটি ‘সেরা জনপ্রিয় চলচ্চিত্র’ বিভাগে পুরস্কার পেলেও, ‘ধুম ২’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান হৃতিক রোশন।
এর তিন বছর পর ‘মাই নেম ইজ খান’ (২০১০)-এর জন্য আরো একবার শাহরুখের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরী হয়। বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্র রিজওয়ান খানের ভূমিকায় অভিনয় করেন, যিনি ৯/১১-পরবর্তী আমেরিকায় নিজের জায়গা খুঁজে ফেরেন। এই সিনেমায় তার সংবেদনশীল অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়, তবে সে বছর ‘পা’ এর জন্য জাতীয় পুরস্কার পান অমিতাভ বচ্চন।
অবশেষে শাহরুখের হাতে উঠছে প্রাপ্য সম্মান! ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আফসোস ঘুচতে যাচ্ছে! – দ্য উইক









