আগামী বছরের ৩১ আগস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’র ১০০ বছর পূর্ণ হবে। তার আগে সেই উপন্যাসকে ভিত্তি করেই নতুন সিনেমা আনতে চলেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী।
২০২৬ সালের ১ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর সিনেমাটির নাম ঠিক হরা হয়েছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।
সেই উপন্যাস, সেই সময়কাল কিংবা শাসকের বিরুদ্ধাচারণ আজও কীভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়- এই বিষয়গুলোকে পটভূমিকায় রেখেই এই সিনেমার প্রেক্ষাপট সাজিয়েছেন সৃজিত। যৌথ প্রযোজনায় শ্রীকান্ত মেহতা-মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থা এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
১৯২৬ সালে প্রকাশ পেয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’। এই উপন্যাস প্রকাশের পরে ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও জোরদার হয়। এর ফলে, ১৯২৭ সালে বইটিকে সরকারীভাবে নিষিদ্ধ করা হয়। যে কারণে উত্তাল হয়ে ওঠে ভারতবর্ষ। সবাই সামিল হয় আন্দোলনে। সেই সময়ে আন্দোলনে সামিল হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও।
ঐতিহাসিক এসব বিষয় এবার পর্দায় তুলে আনবেন সৃজিত। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরই সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তবে এখনও পর্যন্ত কাস্টিং নিয়ে মুখ খুলতে নারাজ রানা সরকার বা সৃজিত মুখোপাধ্যায় কেউই।
এখনও পর্যন্ত সিনেমার কাস্টিং চূড়ান্ত হয়নি। ধীরে ধীরে সিনেমার কাস্টিং প্রকাশ্যে আনবেন সৃজিত।









