নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথমদিনে আলোকস্বল্পতায় খেলা হয়েছে মাত্র ৪৮ ওভার। ডেভন কনওয়ের ব্যাটে ভর করে ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে নিউজিল্যান্ড। ফিফটির দেখা পেয়েছেন কনওয়ে।
ওয়েলিংটনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। বৃষ্টি বাধায় সকালে খেলা শুরু করতে না পারলেও লাঞ্চের পর বল গড়ায়। শেষপর্যন্ত বৃষ্টি ও আলোকস্বল্পতায় ৪২ ওভার দিনের খেলা নষ্ট হয়।
কেন উইলিয়ামসন ২৬ ও হেনরি নিকোলস ১৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাটে নামবেন। শ্রীলঙ্কার কাসুন রাজিথা ও ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট নিয়েছেন।
দুই টেস্টের সিরিজের প্রথমটি জিতে ১-০তে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।








