আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২০ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে থাকবেন দাসুন শানাকা। এশিয়া কাপ খেলতে আরব আমিরাতের মাটিতে লঙ্কান ক্রিকেটাররা উড়াল দেবে আগামী ২৪ আগস্ট।
সব ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপের আয়োজক হতো দ্বীপ দেশ শ্রীলঙ্কা। তবে বাধ সাথে অর্থনৈতিক পরিস্থিতি। ফলে পরিবর্তিত হয়ে শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় এশিয়া কাপের আসর। তবে আয়োজক হিসেবে থাকছে লঙ্কানরাই। যেখানে শিরোপা জিততে শক্তিশালী দল দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপ সামনে রেখে গত ১২ই আগস্ট ক্রীড়া মন্ত্রণালয় বরাবর ক্রিকেটারদের তালিকা জমা দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে রাজনৈতিক টানাপোড়নে এতদিন তা অনুমোদন দিতে পারেনি দেশটির ক্রীড়া মন্ত্রী রোশন রণসিংহ। অবশেষে অনুমোদন মিলেছে। ২৭ আগস্ট শুরু হতে যাওয়া আসরটিতে দলে রাখা হয়েছে ২০ জনকে। তবে এরইমধ্যে চলমান শ্রীলঙ্কান টি-টুয়েন্টি প্রিমিয়ার লিগে চোট পেয়েছেন বিনুরা ফার্নান্দো ও কাসুন রাজিথা। তাদের বিকল্প হিসেবে দু’জন ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে অনুমোদন চেয়েছে লঙ্কান বোর্ড। তারা হলেন অসিথা ফার্নান্দো ও প্রমোদ মদুশান।
লঙ্কানদের এশিয়া কাপে দল: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিডু হাসরাঙ্গা
মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুওয়ানিদু ফার্নান্দো, দুশমন্থা চামিরা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো (চোট প্রাপ্ত),
কাসুন রাজিথা (চোট প্রাপ্ত)







