বিশ্বকাপে হার দিয়ে শুরু হলেও বেশ ভালো ফর্মে ছিল শ্রীলঙ্কার পুরো দল। ব্যাটারদের সবাই রান পেলেও জয়ের মুখ দেখছিল না ভারপ্রাপ্ত অধিনায়ক কুশল মেন্ডিসের দল। চোট জর্জরিত দলটি সবশেষ আফগানিস্তানের কাছে হেরেছে। মুম্বাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে নামার আগে বেশ সাবধানী দলটির কোচ ক্রিস সিলভারউড। বলেছেন, ‘ভারতকে হারানো কঠিন হবে।’
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ভারতের বিপক্ষে খেলার মধ্যবর্তী ওভারগুলোতে উইকেট নেয়ার প্রতি জোর দিয়েছেন এ কোচ।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সিলভারউড বলেছেন, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা, এটাই মোটিভেশন। আমি মনে করি খেলোয়াড়রা বেশ ভালো আছে, তারা আসরকে বেশ উপভোগ করছে। আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি, সেটাই চালিয়ে যেতে চাই এবং সবাই তৈরি আছে। আমরা জানি ভারত বেশ ভালো দল এবং এখানে তাদের হারানো বেশ কঠিন।’
‘আফগানিস্তান ম্যাচের পর দলের সবাই বেশ হতাশ। গতদিন দলটি বেশ ভালো ক্রিকেট খেলছে, তারা উন্নতি করছে এবং তারা যে কাউকে হারানোর সামর্থ্য রাখে। ড্রেসিংরুমে আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা বেশ ভালো অনুশীলন করেছি এবং ভারতের বিপক্ষে কালকের জন্য আমরা বেশ প্রস্তুত।’
বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বলার মত কিছুই করতে পারেনি দলটি। আছে পয়েন্ট টেবিলের সাতে। অন্যদিকে টেবিলের শীর্ষ দল ভারত সবগুলো ম্যাচেই জয়লাভ করেছে।







