শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আয়োজন করেছে পাকিস্তান। সিরিজের ফাইনালে লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল। বলে-ব্যাটে দুর্দান্ত করে ৬ উইকেটে দারুণ জয় তুলে নেয় সালমান আলি আঘার দল।
রাওয়ালপিন্ডিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সালমান আঘা। নির্ধারিত ১৯.১ ওভারে ১১৪ করে গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে নেমে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমে শুরুটা নিয়ন্ত্রিত ছিল লঙ্কানদের। ওপেনার পাথুম নিশাঙ্কা ৭ বলে ১১ করে আউট হন। আরেক ওপেনার কামিল মিশারা ২টি চার ৪ ছক্কায় ৪৭ বলে ৫৯ করেন। কুশল মেন্ডিস ১৮ বলে ১৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পাকিস্তান বোলারদের হয়ে শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ নাওয়াজ ৩টি করে উইকেট নেন। আবরার আহমেদ নেন ২টি উইকেট। সায়েম আইয়ুব এবং সালমান মির্জা নেন ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তান। ওপেনার শাহেবজাদা ফারহান করেন ২২ বলে ২৩ রান এবং সায়েম করেন ৩৩ বলে ৩৬ রান। বাবর আজম খেলেন ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
লঙ্কান বোলারদের হয়ে ২টি উইকেট নেন পবন রত্নায়েকে। ১টি করে উইকেট পান ইশান মালিঙ্গা এবং ভানিডু হাসারাঙ্গা।









