রাজনৈতিক অস্থিরতার মাঝেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে চলা দুই টেস্টের সিরিজের ১৮ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা বাঁহাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া জায়গা করে নিয়েছেন।
অজি টেস্টের আগে করোনা আক্রান্ত হওয়া অভিষেকের অপেক্ষায় থাকা ডুনিথ ভেল্লালাগেও আছেন। জায়গা পাননি বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা এবং লাসিথ এমবুলডেনিয়া।
১৬ জুলাই গলে শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোতে ২৪ তারিখ থেকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
৮ ম্যাচে ৫৪.১৭ শতাংশ হারে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে লঙ্কানরা। এক ম্যাচ কম খেলা পাকিস্তান ৭ ম্যাচে ৫২.৩৮ শতাংশ হারে ৪৪ পয়েন্ট পেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে আছে।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাডা ফের্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকেভেল্লা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুসাঙ্কা, প্রবাথ জয়সুরিয়া, ডুনিথ ভেল্লালাগে, জেফরি ভ্যান্ডার্সে।








