নতুন দায়িত্ব পেলেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এসএলসি। অবশ্য অল্প সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড। আসন্ন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বোলারদের উন্নতির জন্য মালিঙ্গাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি করেছে এসএলসি। আগামী ১৫ ডিসেম্বর থেকে তার চুক্তি কার্যকর হবে। ২৫ জানুয়ারী পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের নিয়ে কাজ করবেন সাবেক এই তারকা পেসার।
লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়েছেন মালিঙ্গা। তার সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চায় বোর্ড। বিশেষ করে টি-টুয়েন্টিতে ডেথ ওভারে বোলিংয়ের জন্য বোলারদের বিশেষ অনুশীলন করাবেন মালিঙ্গা।
আগামী ৭ ফেব্রুয়ারী পর্দা উঠছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের। ঘরের মাঠে গড়াতে চলা আসরটির জন্য বিশেষ প্রস্তুতির অংশ হিসেবেই মালিঙ্গাকে টিম ম্যানেজমেন্টে যুক্ত করল সহ-আয়োজক দেশটি।









