বিশ্বকাপে শ্রীলঙ্কা হতাশাজনক পারফরম্যান্স করে বিদায় নিয়েছে। গ্রুপপর্বের ৯ ম্যাচে মাত্র দুটি জয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। এমন হতশ্রী পারফরম্যান্সের মূলে খেলোয়াড়দের ফিটনেসের অভাবটাই বড় করে দেখছেন দলটির পরামর্শক কোচ ও সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
শুক্রবার দেশ ফিরে গেছে লঙ্কান দল। ১০ দলের বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থান নয়ে। খেলতে পারবে না ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। জয়াবর্ধনে বলছেন, ‘আমার কাছে সবচেয়ে বড় বিষয়টি হল ফিটনেস। আসর চলাকালে যে বিষয়টি লক্ষ্য করেছি, ফিটনেসের অভাবে আমাদের মাঝে ক্লান্তি ভর করত এবং পারফরম্যান্সে ভাটা পড়ত।’
‘আসরের প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত দেখেছি, আমাদের খেলোয়াড়দের প্রচুর ভুল করতে। মানসিক এবং শারীরিক ক্লান্তির কারণে পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি, তার উপর মনোযোগের যথেষ্ট ঘাটতি ছিল।’
অবস্থা থেকে উত্তরণে জয়াবর্ধনে বলছেন, ‘ঘরোয়া লিগ, দক্ষতা এবং মানের উন্নয়ন করতে হবে। যদি ভবিষ্যতে ভালো খেলতে চাই, আমাদের ভালো উইকেটে খেলতে হবে। তখন দেশের বাইরে খাপ খাওয়াতে বেগ পেতে হবে না।’
ভারত বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি জয় পেয়েছিল শ্রীলঙ্কা।







