শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে দাপট বোলারদের। ম্যানচেস্টারে প্রথম দিন লঙ্কানদের ১০ উইকেট তুলে নেয় ইংলিশ বোলাররা। দ্বিতীয় দিন ইংল্যান্ড লিড পেলেও ৬ ব্যাটারকে হারিয়েছে। ২৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে মাঠে নামবে অলি পোপের দল।
ম্যানচেস্টারে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৭৪ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায় দলটি। নিজেদের প্রথম ইনিংসে নেমে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৫৯ রান তুলেছে ইংল্যান্ড। ২৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটে নামবেন জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।
লঙ্কান ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন ক্রিস ওকস ও শোয়েব বশির। দুজনেই তিনটি করে উইকেট নেন। গাস অ্যাটকিনসন দুটি এবং মার্ক উড নেন একটি করে উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া নয়ে নামা মিলান রাথানায়েক ৭২ রান করেন।
রানতাড়ায় নেমে ইংলিশরা হোঁচট খেয়েছিল। তবে ঘুরে দাঁড়িয়েছে। ওপেনর ড্যান লরেন্স ৩০ রান, জো রুট ৪২ এবং হ্যারি ব্রুকের ৫৬ রানের পর দলকে এগিয়ে নেন স্মিথ। ৭২ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। ক্রিস ওকস ২৫ রানে ফিরে গেছেন। ৪ রান করা অ্যাটকিনসন তৃতীয় দিনে সঙ্গী হবেন স্মিথের।
লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো তিনটি, প্রবাথ জয়সুরিয়া দুটি এবং বিশ্ব ফের্নান্দো একটি উইকেট নেন।








