টেস্ট চলাকালীন ঝড়ো হাওয়ায় ধসে পড়েছে গ্যালারির ছাদ। প্রতিকূল আবহাওয়ার কারণে গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুই হতে পারেনি। বৃষ্টির সঙ্গে বয়ে চলেছে ঝড়ো হাওয়া। তাতেই ঘটেছে সর্বনাশ। দর্শকদের বসার একটি গ্যালারির উপর বানানো অস্থায়ী ছাদ ধসে পড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই গলের আবহাওয়া পরিস্থিতি ভালো যাচ্ছে না। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। এরমাঝেই ছাদ ধসের ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।
বাউন্ডারি লাইনের ঠিক বাইরে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা যে স্থানে বসে ছিলেন, তার উপরের অংশের কাঁচও প্রচণ্ড বাতাসে নিচে পড়ে গেছে। মাঠ খেলার উপযোগী করে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে হচ্ছে আয়োজকদের।

বুধবার শুরু হওয়া গল টেস্টে টসে জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ২১২ রানে অলআউট হয়। প্রথমদিন শেষে সফরকারী অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে তুলেছে ৯৮ রান।







