টেস্ট সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে না পারা শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে স্টিভেন স্মিথের দল। শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী দলটি।
সেঞ্চুরিতে ১০১ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস। প্রথম ম্যাচের সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৮ রান করেছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। দুই ম্যাচে দারুণ দুই ইনিংসের জন্য সিরিজসেরার পুরস্কার পেয়েছেন আসালাঙ্কা।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ১১৫ বলে ১০১ রান করেন, ফিফটি তুলে নেন ওপেনার নিশান মাদুশকা। আসালাঙ্কার অপরাজিত ৭৮ এবং জানিথ লিয়ানেগের ৩২-এ ভর করে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করে শ্রীলঙ্কা। অজিদের চার বোলার নিয়েছেন একটি করে উইকেট।
২৮২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা জয় পায় ১৭৪ রানের বড় ব্যবধানে। দলটির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক স্মিথ, দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে জশ ইংলিশের থেকে। শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালেগে নিয়েছেন ৪ উইকেট, ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফের্নান্দো ও ভানিডু হাসারাঙ্গা।









