বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে আটকের পরিকল্পনা করেছে শ্রীলঙ্কার সরকার। ১৯৯৬ ওয়ানডে বিশ্বজয়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সোমবার আদালতকে জানানো হয়েছে, দেশের পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
দুর্নীতিবিরোধী সংস্থার অভিযোগ, রানাতুঙ্গা ও তার ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি প্রদানের নিয়ম পরিবর্তন করেন। ফলে তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়। ঘুষ-দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৭ সালে ২৭টি এমন ক্রয়ের কারণে রাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮০০ মিলিয়ন রুপি, সেসময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারের বেশি।
তদন্তের জন্য গঠিত কমিশন কলম্বো ম্যাজিস্ট্রেট আসাঙ্গদা বোদারাগামাকে জানিয়েছে, রানাতুঙ্গা বিদেশে আছেন এবং ফেরার পর তাকে গ্রেপ্তার করা হবে। সাবেক পেট্রোলিয়ামমন্ত্রীর ভাই ও তখনকার রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ধামিকা রানাতুঙ্গাকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে, পরে জামিনে তাকে মুক্তি দেয়া হয়।
ম্যাজিস্ট্রেট ধামিকার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন, তার শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চ। রানাতুঙ্গার আরেক ভাই ও সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্নকে গতমাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি আপাতত স্থগিত আছে। ২০২২ সালের জুনে একজন ব্যবসায়ীর থেকে জোর করে অর্থ আদায়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।









