আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার গতরাতের ম্যাচ দুনিথ ওয়েল্লাগের জন্য বেশ কঠিন গেছে। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে মাত্র পঞ্চম ম্যাচ খেলতে নেমে ৪ ওভারে বাঁহাতি স্পিনার খরচ করে বসেন ৪৯ রান। ইনিংসের শেষ ওভারে হজম করেন পাঁচ ছক্কা। ম্যাচ শেষে শোনেন বাবার মৃত্যুর খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটে ছেলের এমন দশা দেখে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাবা। যেটি আসলে সঠিক খবর নয়।
আফগানিস্তানের ব্যাটে তখন বেশ নড়বড়ে অবস্থা। ১৯ ওভার শেষে সংগ্রহ ৭ উইকেটে ১৩৭ রান। শেষ ওভারটি করতে আসেন ২২ বর্ষী বাঁহাতি স্পিনার ওয়েল্লাগে। ওভারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বলে ছক্কা হাঁকান মোহাম্মদ নবী। চতুর্থ ও পঞ্চম বলেও দুটি ছয় হাঁকান। এক ওভারে ৩২ রান দেন লঙ্কান স্পিনার ওয়েল্লাগে। সেই ওভারের জন্য গুজব রটে ছেলের এক ওভারে পাঁচ ছক্কা দেখে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সুরঙ্গা ওয়েল্লাগে।
শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আবুধাবিতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন খেলা দেখছিলেন ওয়েল্লাগের বাবা সুরঙ্গা। এসময় বুকে ব্যথা অনুভব করেন। কলম্বোর একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান। ম্যাচ শেষ হওয়ার পর শ্রীলঙ্কার টিম ম্যানেজার ওয়েল্লাগেকে বাবার মৃত্যু সংবাদটি জানান।
শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার সুপার ফোর পর্ব শুরু হবে। দেশে ফেরা ওয়েল্লাগে পরের ম্যাচগুলো খেলতে ফিরবেন কিনা সেটি এখনও জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট।









