শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা। ম্যাচের জন্য তিন নতুন মুখ নিয়ে দল দিয়েছে লঙ্কান বোর্ড। বাদ পড়েছেন অভিজ্ঞ তিনজন। অন্যদিকে, প্রথমবার রশিদ খানকে ছাড়া টেস্ট খেলতে নামছে আফগানিস্তান। টেস্টে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল।
লঙ্কান দলে ডাক পাওয়া নতুন তিন হলেন- ২৪ বর্ষী ডানহাতি পেসার চামিকা গুনাসেকারা, ২৭ বর্ষী ডানহাতি পেসার মিলান রথনায়েকে এবং ৩০ বর্ষী উইকেটকিপার-ব্যাটার লাহিরু উদারা। বাদ পড়েছেন পাথুম নিশাঙ্কা, দিলশান মাদুশঙ্কা এবং কুশল পেরেরা। এই টেস্টের মাধ্যমে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ৩২ বর্ষী অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভার।
গুণাসেকারা এবং উদারা শ্রীলঙ্কার ন্যাশনাল সুপার লিগে (এনএসএল) দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কা ‘এ’ দলে ভালো করায় জায়গা পেয়েছেন রথনায়েকে।
শ্রীলঙ্কা দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, আসিথা ফের্নান্দো, বিশ্ব ফের্নান্দো, কাসুন রাজিথা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, লাহিরু উদারা, চামিকা গুণাসেকারা, মিলান রথনায়েকে।








