ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টুয়েন্টি বিশ্বকাপ মোটেও ভালো যায়নি শ্রীলঙ্কার। গ্রুপপর্ব খেলে দলটিকে বিদায় নিতে হয়েছে। এরপর ঘরে-বাইরে সব জায়গায় শুরু হয় সমালোচনা, বাদ যাননি সাবেক ক্রীড়ামন্ত্রীও।
গ্রুপপর্বে এক ম্যাচে জয় নিয়ে ঘরে ফেরার পর শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে দাবি করেছিলেন, খেলোয়াড়রা ‘গভীর রাত পর্যন্ত পার্টি’ করে। তাদের এ বেহাল অবস্থার জন্যই শ্রীলঙ্কা দলের এমন দশা।
সাবেক মন্ত্রীর এমন মন্তব্যের পর মুখ খুলেছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্ডিনান্ড। সমালোচকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘আমি সমালোচকদের বলতে চাই আপনারা প্রমাণ করুন। এটা যদি প্রমাণ হয় তাহলে আমি পদত্যাগ করব।’
টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে চার ম্যাচ খেলে শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় দলটি। বাকি দুই ম্যাচে হার এবং একটি বৃষ্টিতে ভেসে যায় ভানিডু হাসারাঙ্গাদের।









