টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হারে পয়েন্ট টেবিলের তলানিতে দলটি। অপরদিকে এক ম্যাচ খেলে সেটাতে পরাজয়ের মুখ দেখেছে নেপাল। এবার পালা শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া। ম্যাচে শ্রীলঙ্কাকে রুখে দিতে প্রস্তুত নেপাল।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেপাল অধিনায়ক রোহিত পোডেল জানিয়েছেন, ‘ম্যাচের আগে আমরা যে বিরতি পেয়েছি সেটা ভালো। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বিশেষত এই সময়টা নিজেদের তৈরিতে বেশ কাজে দিয়েছে। এখানে আমরা তিন থেকে চারটি সেশন নেটে কাটিয়েছি এবং কালকে ম্যাচের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
তবে নেপালকে ছেড়ে দিতে রাজি নয় শ্রীলঙ্কা। দলটির বোলিং কোচ আকিব জাভেদ বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সবকিছু এ ম্যাচকে ঘিরে। আমরা শুধু একটি সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছি। যদি আপনি কাউকে বিচার করতে চান, তারা কেমনবোধ করছে বুঝতে চান, শুধু দেখেন তারা কেমন বল এবং ফিল্ডিং করেছে।’
‘ডি’ গ্রুপে নেপাল এবং শ্রীলঙ্কা কাল ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে। খেলা হবে লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডে। ম্যাচ ঘিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার সতর্কতায় বলা হয়েছে।









