‘স্কুইড গেম’ সিনেমা-সিরিজ প্রেমীদের জীবনে —আর দুঃস্বপ্নে—ঝাঁপিয়ে পড়েছিল প্রায় চার বছর আগে! তখনো কে জানতো, নিষ্পাপ শিশুদের খেলার আড়ালে এমন ভয়াবহ মানসিক-শারীরিক মৃত্যুকূপ লুকিয়ে থাকতে পারে? সত্যি বলতে, তখন থেকেই ‘রেড লাইট, গ্রিন লাইট’ শব্দজোড়া শুনলেই গা ছমছম করে ওঠে।
এবার সেই বৈশ্বিক প্রভাব বিস্তারকারী সিরিজটি শেষবারের মতো ফিরছে এক চূড়ান্ত, বিকৃত এবং ভয়াল রাউন্ড নিয়ে! স্কুইড গেম সিজন-৩ মুক্তি পাচ্ছে মাত্র দুদিন পড়েই! অর্থ্যাৎ ২৭ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এটি। আর এই সিজনটিই হবে সিরিজটির শেষ অধ্যায়!
যারা এখনো ‘স্কুইড গেম’ সম্পর্কে জানেন না (এমন কেউ কী আছেন?) তাদের জন্য—‘স্কুইড গেম’ এক বিপজ্জনক ডিসটোপিয়ান থ্রিলার, যেখানে জীবন-মরণ খেলায় নামে অর্থকষ্টে জর্জরিত মানুষরা। ছোটবেলার খেলাকে করা হয় ভয়ানক ও রক্তাক্ত বাস্তবতায় রূপান্তর, যার পুরস্কার— বিশাল অঙ্কের অর্থ।
সিজন-৩ শুরু হচ্ছে সিজন-২ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই। সিরিজের আহত নায়ক গি-হুন (লি জং-জে) এখন খেলার বাইরে, কিন্তু লড়াই থেকে নয়! গত সিজনে সে হারিয়েছে তার প্রিয় বন্ধু জং-বেই-কে, আর জেনেছে ভয়ঙ্কর ‘দ্য ফ্রন্টম্যান’-এর আসল পরিচয়! এবার গি-হুনের লক্ষ্য একটাই—পুরো গেমকে ধ্বংস করে দেওয়া। কিন্তু স্কুইড গেমে কিছুই তো সহজ নয়!
ফ্রন্টম্যানের নিজের এক অন্ধকার পরিকল্পনা রয়েছে, আর যারা টিকে আছে—তাদের সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ বিপদ। লেখক-পরিচালক হোয়াং দং-হিউক প্রতিশ্রুতি দিয়েছেন, এবারই মিলবে বহু কাঙ্ক্ষিত ‘শেষ পরিণতি’।
পুরনো চরিত্র লি জং-জে ও লি বিউং-হন ফিরছেন, সঙ্গে থাকবেন নতুন মুখ ইম শি-ওয়ান, কাং হা-নিউল, উই হা-জুন, পার্ক সুং-হুন প্রমুখ।
নতুন জোট, অপ্রত্যাশিত মোচড় আর কিছু বিতর্কিত সিদ্ধান্ত—সব মিলে তৈরি হচ্ছে এক রোমাঞ্চকর সমাপ্তির দিকে। ২৭ জুন সিরিজটি মুক্তি পেলেও, হাইপ শুরু হয়ে গেছে বহু আগে থেকেই— চারদিকে ভাসছে টিকটক থিওরি, মিম, আর হ্যালোইন মাস্কের ঢেউ!
যারা আগের দুটি সিজন এখনো দেখেননি, এখনো সময় আছে—আগের দুই সিজন দেখে নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন! কারণ ‘স্কুইড গেম ৩’ কোনোভাবেই মিস করা ঠিক হবে না! –দ্য আরবান লিস্ট









