‘স্প্রিন’ সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন ইনফ্লুয়েন্সার, খুবই জনপ্রিয়, নানা মাধ্যমে কোটি ফলোয়ার। এবার আলোচনায় পেশাদার ফুটবলে খেলতে নেমে। আর্জেন্টিনার শীর্ষ লিগের ২২তম রাউন্ডে সোমবার টেবিল টপার ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে দেপোর্তিভো রিয়েস্ট্রার হয়ে তার অভিষেক হয়। একজন ইনফ্লুয়েন্সারের আর্জেন্টিনার শীর্ষ লিগে এমন অভিষেকে সমালোচনার ঝড় উঠেছে।
২৪ বর্ষী ইভান রাউল বুহাজেরুক ফার্নান্দেজ সবমিলিয়ে মাঠে ছিলেন ৫৯ সেকেন্ড, তবে বলে পা ছোঁয়ানোর আগেই উঠিয়ে নেয়া হয়। ৫৪ লাখ ইনস্টাগ্রাম অনুসারীর মালিক ‘স্প্রিন’ নামে পরিচিত। তিন মাস আগে পেশাদার ফুটবলে খেলার ছাড়পত্র পেয়েছেন। ৪৭ নং জার্সি পরে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ইউটিউবার। ইউটিউবে তার সাবস্ক্রাইবার ৮০ লাখের কাছে। আমেরিকান ভিডিও লাইভ স্ট্রিমিং সাইট ‘টুইচে’ তার ফলোয়ার এক কোটির কাছে।
দেপোর্তিভো রিয়েস্ট্রার কোচ ফ্যাবিনি বিষয়টি পরিষ্কার জানতেন কী ঘটতে চলেছে তার একাদশে। তিনি প্রতিপক্ষ কোচের সাথে কথাও বলে রেখেছিলেন এ বিষয়ে, ‘এটা এমন একটি বিষয়ের চুক্তি যা অনেক আগে স্বাক্ষরিত হয়েছিল এবং ক্লাবটির অনেকবেশি প্রচারের দরকার ছিল। এটি সম্ভবত একবারই করার কথা ছিল। খেলার আগে ভেলেজ কোচ গুস্তাভো কুইন্টেরোসকে জানানোর পর হেসে আমাকে বললেন, ওকে আধঘণ্টার জন্য মাঠে ছেড়ে দিতে।’
দেপোর্তিভো রিয়েস্ট্রার কোচ অগরো ফ্যাবিনি, গুস্তাভো ফের্নান্দেজের পরিবর্তে স্প্রিন’কে মাঠে নামান স্ট্রাইকার পজিশনে। ক্লাবটি মিডিয়া ফোকাস তথা আকর্ষণ পাওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। লাভও হয়েছে। স্পন্সর মিলছে শিগগিরই। এর আগে ক্লাবটি কোপা আর্জেন্টিনায় নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের অভিষেক করিয়েছিল। অভিষেক হওয়া মাতেও অ্যাপোলোনিওর সেসময় বয়স ছিল ১৪ বছর ২৯ দিন। আলোচনায় আসার জন্য ক্লাবটির এসব কীর্তি তাই নতুন নয়।
গত মে মাসে ১৪ বর্ষী অ্যাপোলোনিও আর্জেন্টিনার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হুগো আইকার্দির রেকর্ড ভেঙে দেন। রেসিংয়ের গোলকিপার আইকার্দি ১৯৭৫ সালে রেকর্ড গড়েছিলেন। অবশ্য অ্যাপোলোনিওকে দেপোর্তিভো রিয়েস্ট্রা পরে আর মাঠে নামাননি এবং ধারণা এমন যে, এটিও মিডিয়ার আকর্ষণ পাওয়ার জন্যই ছিল।









