দীর্ঘ দুই বছর পর ঘরের মাঠে ফিরতে চলেছে বার্সেলোনা। খেলা গড়ানোর অপেক্ষায় এবার ন্যু ক্যাম্প । ৯১০ দিন পর ২২ নভেম্বর স্পোটিফাই ক্যাম্প ন্যুতে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবে ক্লাবটি।
ফেরার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। প্রথম ধাপে স্টেডিয়ামটিতে ৪৫ হাজারের বেশি দর্শক বসে খেলা উপভোগ করতে পারবে। এর আগে চলতি মাসের শুরুতে ন্যু ক্যাম্পে ২৩ হাজার সমর্থকের সামনে অনুশীলন সেরেছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে বার্সেলোনা শেষবার খেলেছিল ২০২৩ সালের ২৮ মে, মায়োর্কার বিপক্ষে লা লিগার ম্যাচে। সেদিন কাতালানরা ৩-০ ব্যবধানে জিতেছিল। আনসু ফাতি ও রবার্ট লেভান্ডোভস্কির পাশাপাশি গোল করেছিলেন গ্যাভি।
সেই ম্যাচের কথা মনে করিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাভি লিখেছেন, ‘পুরনো ক্যাম্প ন্যুতে শেষ গোলটি করাটা সবসময় সম্মানের হবে এবং আমার স্মৃতিতে থাকবে। তোমাদের সকলের সাথে নতুন গোলটি উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’









