ওড়িশার রাউরকেলায় স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তায় একাধিক ট্রাফিক আইন লঙ্ঘন করে বিপজ্জনক স্টান্ট করার কারণে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
গত বুধবার, স্পাইডারম্যানের পোশাক পরে, হেলমেট ছাড়াই ব্যস্ত রাস্তায় লোকটিকে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা গেছে। ওই সময় তাকে মোটর সাইকেল স্টান্ট করতেও দেখা গেছে, যার কারণে অন্যান্য গাড়িচালক এবং পথচারীদের গুরুতর অসুবিধা হয়েছে বলে জানা গেছে।
তার গাড়িতে একটি পরিবর্তিত সাইলেন্সার ছিল, যা বিকট শব্দ করে। এ সময় ট্রাফিক পুলিশ তাকে দেখতে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে থামানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত চলাকালীন ওই ব্যক্তি তার কাজের ন্যায্যতা প্রমাণ করতে পারেননি। অবশেষে পুলিশ তার মোটরসাইকেলটি জব্দ করে এবং তাকে ১৫ হাজার টাকার চালান জারিমানা করে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, গতিসীমা লঙ্ঘন করা এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের অভিযোগে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।









