বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।
আজ ২ জানুয়ারি শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির শেষ দিনে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। শোক কর্মসূচির শেষ দিনে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সব বিভাগীয় ও জেলা কার্যালয়কে রাষ্ট্রীয় শোক কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।









