চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
ব্রাউজিং

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ড সিরিজ শেষে যা বললেন কোচ হাথুরুসিংহে

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: নিউজ্যিলান্ডের সফর হার দিকে শেষ করলেও সবকিছুর মধ্যে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।নিউজিলান্ডের স্থানীয় সময় দুপুরে হোটেল লবিতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।হাথুরু বলেন: ফলাফল অবশ্যই হতাশাজনক, তবে সবকিছুর মধ্যে ইতিবাচক দিকও আছে। পুরো সময়টা জুড়েই প্রতিযোগিতা তৈরি করতে পেরেছিলাম আমরা। আমাদের সুযোগও ছিল। এরকম কন্ডিশনে প্রতিযোগিতামূলক খেলাটাও একটা বড় ব্যাপার।নিউজিল্যান্ডকে ফেভারিট উল্লেখ করে কোচ বলেন: কিউইরা ফেভারিট হিসেবেই ভালো খেলেছে।…

৪৫ দিন পর আজ দেশে ফিরছে টাইগাররা

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে:  একদিন আগে টেস্ট সিরিজ শেষ হয়েছে, আজ বুধবার ২৫ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৬টায় হোটেল ছেড়ে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে টিম টাইগার্স। অস্ট্রেলিয়ায় ক্যাম্প ও নিউজিল্যান্ড সিরিজ শেষে ৪৫ দিন পর দেশে ফিরছে বাংলাদেশ দল।ক্রাইস্টচার্চ থেকে প্রথমে অকল্যান্ড যাবেন সাকিবব-তামিমরা। এরপর অকল্যান্ড থেকে রওনা হয়ে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ট্রানজিট বিরতি কাটিয়ে টাইগাররা ঢাকায় নামবে আজ রাত ১০টা ৪০ মিনিটে।দেশের মাটিতে সাফল্যের পর নিউজিল্যান্ডের মাটিতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ‘টিম…

টেস্ট সিরিজে সেরা সাকিব!

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে হেরেছে বাংলাদেশ। কিন্তু ব্যাটে বলে সিরিজের সেরা ক্রিকেটার কে?এমন প্রশ্নে পরিসংখ্যান কী বলে? এক বাক্যে উত্তর হলো সাকিব আল হাসান।ব্যাট হাতে সাকিবের চেয়ে ১৮ রান বেশি করা কিউই ওপেনার টম লাথাম হয়তো তালিকার শীর্ষে।কাগজে কলমে তালিকায় দ্বিতীয় সাকিব। কিন্তু দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে সাকিবের পরিসংখ্যানই বেশি আকর্ষণীয়। ৪ ইনিংসে লাথামের রান ৩০২, সাকিবের ২৮৪। সর্বোচ্চ সাকিবের ২১৭ আর লাথামের ১৭৭, সাকিবের গড় ৭৭.৫৯ আর লাথামের ৫৬.৮৭।…

সিরিজের শেষ দিনে হালকা মেজাজে টাইগাররা

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: ক্রাইস্টচার্চে সিরিজের শেষ দিন হালকা মেজাজে কাটছে বাংলাদেশ টাইগারদের। আড্ডা, শপিং, দর্শণীয় স্থান দেখা ও নিজেদের মধ্যে গল্প করেই কাটিয়েছেন সবাই। টিম মিটিং, অনুশীলন, খেলা কিংবা মিডিয়া ইন্টারভিউ না থাকায় আজ মঙ্গলবার দেরি করেই ঘুম ভেঙ্গেছে অনেকের।সকালের নাস্তার পরে রেনদেভো হোটেলের সামনেই হাটতে বের হন সাকিব আল হাসান। মেয়ে আলাইনাকে খুব মিস করছিলেন মিস্টার অলরাউন্ডার। কাল দেশে ফিরে যাবেন, এটা ভেবে সাকিবের অনেকটা ভালো লাগছে বলে জানান চ্যানেল আইকে।কথা বলতে বলতেই আপন মনে শ্যাডো ব্যাটিং…

কন্ডিশনের চেয়ে নিজেদের ব্যর্থতায় ক্রাইস্টচার্চ টেস্ট হাতছাড়া: তামিম

যতটা না কন্ডিশন তার চেয়ে বেশি নিজেদের ব্যর্থতায় ক্রাইস্টচার্চ টেস্ট হাতছাড়া হয়েছে বলে মনে করেছেন অধিনায়ক তামিম ইকবাল। এমন কি নিজের আউট হওয়ার ধরণকেও টেস্টের সঙ্গে ‘বেমানান’ বলেছেন তামিম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন দু’দলের অধিনায়ক।বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

কেন এই ব্যাটিং বিপর্যয়?

ক্রাইস্টচার্চ টেস্টে ৯ উইকেটের বড় হার দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করেছে বাংলাদেশ। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে মাত্র ১৭৩ রানে গুটিয়ে যায় সাকিব-তামিমরা। এরআগে প্রথম ইনিংসে টাইগাররা করেছিল ২৮৯ রান।টিম টাইগারদের কেন এই ব্যাটিং বিপর্যয়? সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এমন বিপর্যয়ের মূল কারণ সিনিয়র ক্রিকেটারদের দায়িত্বহীনতা। এছাড়াও দল ইনজুরিগ্রস্ত হওয়ায় ভারসাম্য নষ্ট হয়েছে বলেও মনে করেন তারা।তবে আশার বাণী শুনিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছেন, নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের বেশ কিছু প্রাপ্তিও আছে।ক্রাইস্টচার্চে প্রথম…

ভারত টেস্ট কঠিন হবে বাংলাদেশের জন্য: উইলিয়ামসন

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: ভারত টেস্ট বাংলাদেশের জন্য কঠিন হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। খেলা শেষে হ্যাগলি ওভালের পোস্ট ডে প্রেস কনফারেন্সে এ কথা বলেন কিউই দলপতি।কেন উইলিয়ামসন বলেন: এখানকার কন্ডিশন অনেক ভোগতে হয়েছে সাকিব তামিমদের, তবে ভারত সফরে হায়দারাবাদে সেটা হবে না। তবে ইন্ডিয়ানদের সাময়িক ফর্ম দেশের মাঠে এগিয়ে রাখবে তাদের।বাংলাদেশের বোলিং পারফরম্যান্স নিয়ে উইলিয়ামসন বলেন: বাংলাদেশ যদি বোলিং পারফরম্যান্স ধরে রাখে এবং সিনিয়ররা ইনজুরি থেকে ফিরলে কিছুটা লড়াই জমাতে পারবে বাংলাদেশ।

বাজে পারফরম্যান্স ও নিউজিল্যান্ডের কন্ডিশনের কাছেই হেরেছি: তামিম

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: দলের সবার বাজে পারফরম্যান্স ও নিউজিল্যান্ডের কন্ডিশনের কাছেই বাংলাদেশ হেরেছে বলে মন্তব্য করেছেন দ্বিতীয় টেস্টের অধিনায়ক তামিম ইকবাল। খেলা শেষে হ্যাগলি ওভালের পোস্ট-ম্যাচ প্রেস কনফারেন্সে হারের কারণ বিশ্লেষণ করেন তিনি।তামিম বলেন: আমরা ভালো ক্রিকেট খেলিনি। এটা টিম বাংলাদেশের পরাজয়, ১১ জনের ব্যর্থতা, কারও একার নয়। ক্যাচ মিসগুলো এর পেছনে বড় ভুমিকা রেখেছে।‘মূল কথা কন্ডিশনের কাছেই হারলাম আমরা।’সিনিয়র খেলোয়াড় সাকিব ও রিয়াদের ব্যাটিং সম্পর্কে তামিম বলেন: সাকিব-রিয়াদ ভুল শট খেলেনি, আমি…

হার দিয়ে টাইগারদের নিউজিল্যান্ড সফর শেষ

ক্রাইস্টচার্চ টেস্টে একদিন বাকি রেখেই ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচ সিরিজের টেস্ট ২-০ ব্যবধানে হেরে নিউজিল্যান্ড সফর শেষ করলো ইনজুরি আক্রান্ত বাংলাদেশ।শেষ টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে আজ ব্যাটিংয়ে নেমে  শুরু থেকেই বিপর্যয় সঙ্গী হয় বাংলাদেশের। ইনিংসের শেষ পর্যন্ত এ বিপর্যয় এড়াতে না পারায় মাত্র ১৭৩ রানেই অলআউট হয় সাকিব-তামিমরা। ফলে তৃতীয় ইনিংস শেষে মাত্র ১০৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। ক্রাইস্টচার্চে জয়ের জন্যচতুর্থ ইনিংসে ১০৯ রানের লক্ষ্যে নেমে এক উইকেট হারিয়ে জয় তুলে…

হার এড়াতে বাংলাদেশের সামনে মাত্র ১০৮ রান

ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে আজ ব্যাটিংয়ে নেমে  শুরু থেকেই বিপর্যয় সঙ্গী হয় বাংলাদেশের। ইনিংসের শেষ পর্যন্ত এ বিপর্যয় এড়াতে না পারায় মাত্র ১৭৩ রানেই অলআউট হয় সাকিব-তামিমরা।ফলে দ্বিতীয় ইনিংস শেষে মাত্র ১০৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। ক্রাইস্টচার্চে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করতে হবে স্বাগতিক নিউজিল্যান্ডকে।বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ, এছাড়া তাসকিন আহমেদ ৩৩ রান করেন। কামরুল হাসান রাব্বি ২৫ রানে অপরাজিত থাকেন।কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি…