৬১ পেরিয়ে আজ ৬২ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। ১৯৬৪ সালের এই দিনে (২৫ ডিসেম্বর) পথচলা শুরু করে বিটিভি ( বাংলাদেশ টেলিভিশন)। চ্যানেল আই প্রতিবছর ২৫ ডিসেম্বর বিটিভির জন্মদিনে নিজস্ব আঙিনায় আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এবারও তার ব্যতিক্রম ছিল না।
প্রতিবারের মত এবারও চ্যানেল আই প্রাঙ্গণে আনন্দঘন আয়োজনে স্মৃতিচারণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, সংগীতশিল্পী রেবেকা সুলতানা সহ বিটিভির সাবেক ও বর্তমান শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা।

আয়োজনে নিজের বক্তব্যে চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, “নিঃসন্দেহে আজকের এই দিনটি আমাদের জন্য আনন্দের। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠার একদম শুরু থেকেই আমরা বিটিভির জন্মদিন পালন করে আসছি, কারণ চ্যানেল আইয়ের কাছে বিটিভি আতুরঘরের সমতুল্য এবং এই দিনটি উদযাপন করতে পেরে আমরা সম্নানিত বোধ করি।”
এ পর্যায়ে ইমপ্রেস গ্রুপের পরিচালক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, “আমরা চ্যানেল আইয়ে যে কাজ গুলো করছি এগুলো কিন্তু বিটিভি থেকে শেখা। বিটিভি যেমন আজ ৬১ পেরিয়ে ৬২তে পা রাখলো, ঠিক তেমনি আমাদের চ্যানেল আইও ২৬ পেরিয়ে এবার ২৭ এ পা রেখেছে।

বিটিভির উদ্বোধনী দিনে যে শিল্পীর গানে মুগ্ধ হয়েছিলেন দর্শক সেই ফেরদৌসী রহমানের উপস্থিতি আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে। বিশেষ এ দিনে চ্যানলে আইয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এই গুণীজনকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এ আয়োজন সরাসরি সম্প্রচার হয় চ্যানেল আইয়ের পর্দায়।









