ফিলিস্তিন ও স্পেন দলের একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন বসেছিল। যেখানে স্বাগতিক স্পেনের দর্শকরা ফিলিস্তিনের পক্ষে স্লোগানে মাতিয়ে রেখেছিলেন, হাতে পতাকা নিয়ে হাজির হয়েছিলেন মুক্তিকামী দেশটির। ম্যাচ দেখতে ৫০ হাজার দর্শক টিকিট কেটে এসেছিলেন, জানাচ্ছে ইউরোপের গণমাধ্যম। মাঠে এসে নিজ দেশ নয়, ফিলিস্তিনের হয়ে গলা ফাটিয়েছেন ভক্ত-সমর্থকরা।
অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মামেস স্টেডিয়ামে হয়েছে ম্যাচটি। ফিলিস্তিন ৩-০তে হরেছে। তবে আয়োজনটি ছিল খেলাধুলারও ঊর্ধ্বে। এটি ছিল গাজায় ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর উদ্যোগের অংশ।
ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্পেন দল গড়া হয়েছিল অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ ক্লাবের ফুটবলারদের নিয়ে। মূলত স্পেন জাতীয় দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্যস্ত থাকায় উত্তর স্পেনের (বাস্ক কান্ট্রি) ফুটবলারদের নিয়ে গড়া হয় স্কোয়াড। বিলবাওয়ের মাঠে গ্যালারিজুড়ে ফিলিস্তিনের পতাকায় রঙিন হয়ে উঠেছিল।

খেলা শুরুর আগে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বাস্ক খেলোয়াড়রা শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করেন, অন্যদিকে ফিলিস্তিনি খেলোয়াড়রা সাদা গোলাপ হাতে মাঠে নামেন। যেসব ফিলিস্তিনি শিশুরা দিনটি দেখার জন্য বেঁচে নেই, তাদের স্মরণে এই শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার বার্সেলোনায় কাতালুনিয়ান একাদশের মুখোমুখি হবে ফিলিস্তিন। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ ও বার্সেলোনা কিংবদন্তি পেপ গার্দিওলা ব্যক্তিগতভাবে বার্সা ভক্তদের প্রীতি ম্যাচে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং একে ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থনের বার্তা হিসেবে উল্লেখ করেছেন।









