ইউরো ২০২০ আসরে ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ইতালির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষের পর টাইব্রেকারে হারতে হয়েছে। ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয় স্বাগতিক দলটি। চারবছর পর ফের ফাইনালে ইংল্যান্ড। এবার হতাশা কাটিয়ে প্রথম শিরোপা ঘরে তোলার সুযোগ হ্যারি কেনদের সামনে।
টানা দুই আসরে ফাইনালে ওঠা দলটি শিরোপামঞ্চে চতুর্থ শিরোপার অপেক্ষায় থাকা স্পেনের মুখোমুখি হবে। বার্লিনে ৭৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার অলিম্পিয়াস্ট্যাডিয়নে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।
হট-ফেভারিট তকমা নিয়ে ইউরোতে এসেছিল ইংল্যান্ড। গ্রুপপর্বে সেটির প্রতিফলন ছিল না। কেবল একটি ম্যাচে জয় পেয়েছিল। বাকি দুটিতে ড্র করে পৌঁছায় শেষ ষোলোতে। সেখানে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায়। কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের নৈপুণ্যে ৫-৩ ব্যবধানে জিতে যায় কোচ গ্যারেথ সাউথগেটের দল। সেমিতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল মঞ্চে আসে ইংলিশবাহিনী।
টুর্নামেন্টে এপর্যন্ত প্রত্যেক ম্যাচে জয় পেয়েছে স্পেন। শিরোপামঞ্চে ফেভারিট তকমাটা তাদের গায়েই। মুখোমুখি লড়াইয়ে অবশ্য স্পেন থেকে এগিয়ে ইংল্যান্ড। দুদল মুখোমুখি হয়েছে ২৭বার। ১৩টিতে জিতেছে ইংল্যান্ড, হেরেছে ১০টিতে। ড্র হয়েছে ৪টি ম্যাচ।
ফাইনালে শুরু থেকে লুক শ-কে মাঠে নামাতে পারেন সাউথগেট। চোট কাটিয়ে আসার পর থেকে দারুণ ছন্দে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লেফটব্যাক। কাইল ওয়াকার ও মার্ক গুইজিদের নিয়ে রক্ষণ সামলাবেন ভালোভাবেই।
মধ্যমাঠে দারুণ করছেন বুকায়ো সাকা ও ডেকলাইন রাইস। আক্রমণে হ্যারি কেনকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন জুড বেলিংহ্যাম ও ফিল ফোডেন। এক নজরে দেখে নেয়া যাক যাদের নিয়ে শিরোপামঞ্চে শুরু করতে পারে ইংল্যান্ড।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুইজি, লুক শ, ডেকলান রাইস, কোবে মাইনু, বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন ও হ্যারি কেন।









