লা-লিগার ২০২৪-২৫ মৌসুমের শিরোপা জিতেছে বার্সেলোনা। ৩৬তম রাউন্ডে এসে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। জয়ে স্প্যনিশ ফুটবলের লিগে মৌসুমের ঘরোয়া ট্রেবল সম্পন্ন করেছে বার্সেলোনা। এ আনন্দে শুক্রবার ভিক্টরি প্যারেডের ঘোষণা দিয়েছে ক্লাবটি।
শিরোপা জয়ের আনন্দে বার্সা তাদের ওয়েবসাইটে বলেছে, ‘২০২৪/২৫ মৌসুম উদযাপনের মুহূর্ত এসে গেছে। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে জয়ের পর, এফসি বার্সেলোনা এখন তাদের ২৮তম লা লিগা শিরোপা জিতেছে। ১৬ মে শুক্রবার সন্ধ্যা ৬টায় সিইএসটি থেকে চ্যাম্পিয়নদের বিজয় মিছিল শুরু করবে এবং বার্সেলোনার রাস্তায় রাস্তায় ভক্তদের সাথে দলের সাফল্য উদযাপন করতে থাকবে।’
রোববার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। এ ম্যাচ দিয়ে উদযাপন শুরু করতে চাওয়া দলটি লিখেছে, ‘এস্তাদিও লুইস ক্যাম্প ন্যুতে সঙ্গীত, আতশবাজি এবং চমকের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলকে লিগ শিরোপা প্রদান করা হবে।’
এ মাসের প্রথম দিকে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রের শিরোপা জিতেছিল হ্যান্সি ফ্লিকের দল। জানুয়ারিতে ওই রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কোপা জিতেছিল পেদ্রি-গ্যাভিরা।
মৌসুমে চার এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হয়ে চারটিতেই বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুটি এল ক্যাসিকো ফাইনালে সরাসরি শিরোপার ফয়সালা হয়েছিল। বার্সার মৌসুমের তিন শিরোপার তিনটিতেই পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদকে।









