স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস ফুটবল থেকে অবসরে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৬ বছর বয়সে এসে ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা জানান বার্সেলোনা, চেলসি ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার।
যদিও অনেক আগেই জাতীয় দল ছেড়েছেন সেস। সবশেষ ইতালির দ্বিতীয় সারির দল কোমোতে খেলায় ইতি টেনে বিদায় বললেন। অবসরের ঘোষণাক্ষণে আবেগময় পোস্ট দিয়েছেন এ স্পেনিয়ার্ড। লিখেছেন, ‘এটা বেশ কঠিন এবং কষ্টকর যে আমাকে বুটজোড়া তুলে রাখতে হবে।’
‘বার্সেলোনার প্রথমদিন থেকে, আর্সেনাল, আবার বার্সা, চেলসি, মোনাকো এবং সবশেষ কোমোতে আমি তাদের জন্য চেষ্টা করেছি। বিশ্বকাপ উঁচিয়ে ধরা, ইউরো জেতা, ইংল্যান্ড, স্পেন এবং প্রায় সবধরনের ইউরোপিয়ান ট্রফি জিততে আমার যে পথচলা, তা কখনও ভুলবো না।’
২০০৬ সালে স্পেনের হয়ে অভিষেক ফ্যাব্রেগাসের, অবসর নেন ২০১৬ সালে। এরমধ্যে ২০১০ সালে সাউথ আফ্রিকায় নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জেতেন। ২০০৮ এবং ২০১২ সালে স্পেনের হয়ে দুবার ইউরো জেতেন।
বার্সেলোনার হয়ে অর্জনের তালিকায় রয়েছে একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটি স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ, একটি উয়েফা সুপার কাপ, একটি স্প্যানিশ কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ।
চেলসির হয়ে দুবার ইংলিশ চ্যাম্পিয়ন, একটি ইউরোপা লিগ, একটি ইংলিশ এফএ কাপ এবং একটি ইংলিশ লিগ কাপ জিতেছেন। আর্সেনালের হয়ে একটি এফএ কাপ, দুটি ইংলিশ সুপারকাপ জিতেছেন।
২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালে অভিষেক হয় ফ্যাব্রেগাসের। ২০১১ সালে আর্সেনালের অধিনায়ক হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বার্সেলোনায় যোগ দেন কাতালানদের লা মাসিয়া যুব একাডেমিতে বেড়ে ওঠা মিডফিল্ডার।







