নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। আগেরদিন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। সেই হিসেবে বিশ্রামের জন্য একদিন বেশি সময় পাচ্ছে ডে লা ফুয়েন্তের স্পেনিয়ার্ড শিষ্যরা। ঠিক এটা নিয়েই বেশ উদ্বিগ্ন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ইউরো ২০২৪-এ, ১৫ জুন তথা রোববার বার্লিনের ফাইনালে মুখোমুখি হবে হ্যারি কেনের ইংল্যান্ড ও আলভারো মোরাতার স্পেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ফাইনালে স্পেনের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে সাউথগেট জানান, ‘বিষয়টি মোটেও এমন না যে বল নিজের কাছে রেখে দৌড় দেয়ার মতো। তারা বেশ ভালো করছে। সুতরাং বল নিয়ে এবং বড় ছাড়া আমাদেরও অসাধারণ কিছু করতে হবে। তাদের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে।’
‘স্পেনের একদিনের বেশি বিশ্রাম পাওয়া উদ্বিগ্ন হওয়ার মতো একটি বিষয়। গত কয়েকটি আসর থেকে এটি ফাইনালিস্টদের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের শারীরিক-মানসিকভাবে পুনরুদ্ধার করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।’
‘খুব সাধারণ, আমরা এখন অনুশীলনের জন্য মাঠে যাচ্ছি না। আমরা আজ এসবের মধ্যে দিয়ে যাবো এবং আলোচনায় সেগুলো তুলে ধরব। তাদের মতো করার ভালো সুযোগ আছে আমাদের।’
ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। সবচেয়ে কম বয়সে ইউরোতে গোল করার রেকর্ড গড়েন স্পেনের ১৬ বর্ষী উইঙ্গার লামিন ইয়ামাল। দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড।









