ইউরোতে স্লোভেনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে খেপেছিল ইংল্যান্ডের দর্শক। কোচ গ্যারেথ সাউথগেটের দিকে কাপ ছুঁড়ে মেরেছিল ম্যাচের পর। ঘটনায় উয়েফার জরিমানার মুখে পড়তে চলেছে হ্যারি কেনের দল। তবে কী ধরনের জরিমানার মুখে পড়ছে দলটি তা বলা হয়নি।
গ্রুপ ‘সি’তে এক জয় ও দুই ড্র নিয়ে সবার উপরে থ্রি লায়ন্সরা। বেঞ্চের কোবে মাইনু, কোল পালমার, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড বা অ্যান্থনি গর্ডনকে নামিয়েও লাভ হয়নি সাউথগেটের, ম্যাচ ছিল গোলশূন্য। র্যাঙ্কিংয়ের ৫৭তে থাকা দলের সাথে এমন পারফরম্যান্স মেনে নিতে পারেনি দর্শক।
ঘটনার পর সাউথগেট বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি তারা আমাকে দেখে খুশি না। এটাই আসল সত্যি। এ ঘটনায় আমি দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছি না। তাদের আসলে সামনে নয়, পেছন থেকে সমর্থন দরকার।’
চলতি ইউরোতে দর্শকদের আচরণে ইতিমধ্যে আরও চারটি দেশ শাস্তির মুখে পড়েছে। দেশগুলো হল- স্কটল্যান্ড, আলবেনিয়া, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া। তাদের সাথে যোগ হতে চলেছে ইংল্যান্ডের নামও।









