টেস্টে ক্রিকেটে ১৫০ বছরের ইতিহাসে ছক্কার সেঞ্চুরি করতে পেরেছেন কেবল তিনজন-বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম ও অ্যাডাম গিলক্রিস্ট। তাদের ক্লাবে পৌঁছানোর সুযোগ ছিল নিউজিল্যান্ড পেসার টিম সাউদির। তবে তাকে থামতে হয়েছে ক্রিস গেইলের পাশে নিজের নাম লিখিয়ে।
টেস্টে নিজের বিদায়ী টেস্ট খেলছেন টিম সাউদি। হ্যামিলটনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিন ছক্কায় ১০ বলে ২৩ রান করলেও ব্যাট হাতে বিদায়ী ইনিংসটা রাঙাতে পারেনি। ২ রান করে আউট হয়েছেন। দুটি ছক্কা হাঁকাতে পারলেই ছক্কার সেঞ্চুরি হয়ে যেত তার। ১০৭ টেস্টে ১৫৬ ইনিংসে ৯৮টি ছক্কা হাঁকিয়ে ব্যাট তুলে রাখলেন কিউই তারকা। তার সমান ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ১৮২ ইনিংস খেলে।
সর্বোচ্চ ১৩৩টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, ১৯৮ ইনিংসে। ১৭৬ ইনিংসে ১০৭টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়া কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ১০০ ছক্কা হাঁকিয়েছেন ১৩৭ ইনিংসে। চারে যৌথভাবে অবস্থান সাউদি ও গেইলের। ২৮০ ইনিংসে ৯৭ ছক্কা হাঁকিয়ে পাঁচে সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস।
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা ছিল সাউদির। তিনি অবসর নেয়ার পর সেটা চলে যাবে রোহিত শর্মা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের কাছে। দুজনের ব্যাট থেকে এসেছে ৮৮টি ছক্কা। এরপরেই আছেন রিশভ পান্ট ও রবীন্দ্র জাদেজা। দুজনে ছক্কা হাঁকিয়েছেন ৬৮টি করে। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা তামিম ইকবালের। সাদা পোশাকে ৪১ ছক্কা তার।
সাউদির বিদায়ী টেস্টে তার দল নিউজিল্যান্ড জয়ের পথে হাঁটছে। ইংল্যান্ডকে হিমালয়সময় রানতাড়ার লক্ষ্য দিয়েছে কিউইবাহিনী। লক্ষ্যে পৌঁছানো ইংল্যান্ডের জন্য অসম্ভবই বলা চলে। হ্যামিলটনে কিউইদের রান চাপা পড়ে ধুঁকছে ইংল্যান্ড।
ঘরের মাঠে প্রথম ইনিংসে ৩৪৭ রান করে ইংলিশদের ১৪৩ রানে গুটিয়ে দেয় নিউজল্যান্ড। ২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে কেন উইলিয়ামসনের ১৫৬ রানের ইনিংসে ৪৫৩ রানে থেমেছে কিউইবাহিনী। সবমিলিয়ে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫৮ রান। রানতাড়ায় নেমে তৃতীয় দিনের শেষ দিকে ৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে তারা। জিততে হলে ইংল্যান্ডকে বাকী দুদিনে করতে হবে ৬৪০ রান। আর নিউজিল্যান্ডের দরকার কেবল ৮ উইকেট।









