সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সু্প্রিম কোর্ট শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহবুবকে আহবায়ক এবং অ্যাডভোকেট মো.ফারুক হোসেন তপাদারকে সদস্য সচিব করা হয়েছে। অ্যাসোসিয়শনের সাধারণ সভা থেকে আংশিক এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরান সজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন, বিডিআর মামলার স্পেশাল প্রসিকিউটর রেজাউল করিম, অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রেজভী, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর গাজী তানজিল আহমেদ প্রমুখ।








