অভিশংসিত হওয়া সত্ত্বেও সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইউন সুক ইওলের বার্ষিক বেতন বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দেশটির সরকার। তিনি সাময়িকভাবে দেশে সামরিক আইন জারি করার কারণে অভিশংসনের সম্মুখীন হয়েছেন।
বিবিসি জানিয়েছে, ইউনের বেতন ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬২ দশমিক ৬ মিলিয়ন ওন (১৭৯ হাজার ডলার বা ১৪৭ হাজার পাউন্ড) হবে, যা সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির মান অনুসারে নির্ধারিত। দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হলেও সাংবিধানিক আদালত তার অভিশংসন নিশ্চিত করার আগ পর্যন্ত ইউন প্রেসিডেন্টের পদে বহাল থাকবেন।
ইউনের বেতন বৃদ্ধি নিয়ে সাউথ কোরিয়ার জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, বরখাস্ত থাকা অবস্থায় তিনি কিভাবে বেতন পাচ্ছেন, তার ওপর আবার বেতন বৃদ্ধি কীভাবে সম্ভব। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ উল্লেখ করেছেন যে, ইউনের ৩ শতাংশ বেতন বৃদ্ধি দেশের ন্যূনতম মজুরির বৃদ্ধির প্রায় দ্বিগুণ।









