জমজমাট ম্যাচের প্রত্যাশা জাগানো আফগানিস্তানের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার সাক্ষী হয়ে থাকল টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিতে ওঠা দলটি ৫৬ রানে গুটিয়ে গেছে। বিব্রতকর তিন রেকর্ডের স্বাদ পেয়েছে রশিদ খানের দল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে কোনো ম্যাচের সর্বনিম্ন স্কোরে অলআউট হয়েছে আফগানিস্তান। আগে কোনো দল একশ রানের নিচে গুটিয়ে যায়নি।
বিশ্বকাপ তো বটেই, টি-টুয়েন্টি ফরম্যাটে সব প্রতিযোগিতা মিলিয়েও নকআউট পর্বে কোনো খেলায় এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০২৩ সালের ডিসেম্বরে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন কাপের শেষ চারের লড়াইয়ে উগান্ডার বিপক্ষে ৬২ রানে অলআউট হয়েছিল বতসোয়ানা।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেদের সবচেয়ে কম দলীয় রানে থেমে যাওয়ার রেকর্ডও গড়েছে আফগানরা। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে অলআউটের রেকর্ড ভেঙেছে তারা।









