সংযুক্ত আরব আমিরাতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বড় ধরনের ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের কাছে ১০ উইকেটে হেরেছে টি-টুয়েন্টির সাবেক চ্যাম্পিয়নরা।
দুর্দান্ত বল করে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেয়ার অন্যতম কারিগর অর্থডক্স স্পিনার ননকুলেকো ম্লাবা ম্যাচসেরা হয়েছেন। ৪ উইকেট পান তিনি।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া মেয়েরা। উইন্ডিজ মেয়েরা নির্ধারিত ওভারে ১১৮ রান করে। জবাবে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আফ্রিকার দলটি।
প্রোটিয়া বোলারদের দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজ মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রানে থেমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে স্টেফানি টেইলরের থেকে। ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন ননকুলেকো ম্লাবা।
ব্যাটে নেমে দুই ওপেনার লরা ভলভর্ট এবং তাজমিন ব্রিটস ক্যারিবীয় বোলারদের মোটেও পাত্তা দেননি। ভলভর্ট ৫৫ বলে ৫৯ রানে এবং ব্রিটস ৫২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। ১৭.৫ ওভারে ১১৯ রান তোলেন তারা, দল পৌঁছে যায় জয়ের বন্দরে।









