নভেম্বরের শেষ সপ্তাহে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা আসবে সাউথ আফ্রিকায়। সিরিজের জন্য ১৪ সদস্যের দল দিয়েছে প্রোটিয়া বোর্ড। ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। ১১ মাস পর ফিরেছেন জেরাল্ড কোয়েৎজি ও মার্কো জানসেন।
বাংলাদেশ সফরে আসলেও কনুইয়ের চোটে খেলতে পারেননি বাভুমা। ঘরের মাঠের সিরিজটিতে নেতৃত্ব দেবেন তিনি।
দল দিয়ে কোচ সুক্রি কনরাড জানিয়েছেন, ‘আমরা প্রতিযোগিতা বজায় রাখতে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়ার জন্য সম্ভাব্য শক্তিশালী দল বেছে নিয়েছি। টেম্বাকে ফিরে পাওয়া আমাদের জন্য দুর্দান্ত। তার নেতৃত্ব ও দক্ষতা দলের জন্য অমূল্য। আমি মার্করামকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সিরিজে সফলভাবে নেতৃত্ব দেয়ার জন্য।’
‘জানসেন এবং কোয়েৎজিকে টেস্ট দলে স্বাগত জানানোও আনন্দদায়ক। দুজনই কন্ডিশনিংয়ের সময় অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছে। তারা দলে অবদান রাখতে মুখিয়ে আছে।’
সাউথ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেল্টন এবং কাইল ভেরেইন্নে।









