সাউথ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক অবসর ভেঙে ফিরলেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ফরম্যাটটি থেকে বিদায় নিয়েছিলেন। টি-টুয়েন্টি ক্রিকেটেও ফিরলেন লম্বা বিরতির পর, শেষ খেলেছিলেন ২০২৪ বিশ্বকাপ ফাইনালে। পাকিস্তান সফরে সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণেই ডাক পেয়েছেন ডি কক।
২০১৩ সালে ওয়ানডে অভিষেক ডি ককের। লম্বা সময় খেলে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নেমেছিলেন। পরে ইতি টানেন ওয়ানডে ক্রিকেটে।
পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণার পর কোচ সুকরি কোনার্ড বলেছেন, ‘জাতীয় দলে ডি কক আবারও প্রতিশ্রুতিবদ্ধ। তার ফেরাতে দলের শক্তি বাড়বে। গতমাসে তার সঙ্গে কথা বলে বুঝেছি, দেশের হয়ে প্রতিনিধিত্বের জন্য এখনও প্রবল মনোভাব রয়েছে তার। তাকে ফিরে পাওয়া দলের জন্য বেশ ভালো।’
সাউথ আফ্রিকার হয়ে ডি কক ১৫৫ ওয়ানডে খেলেছেন। ৪৫.৭৪ গড়ে রান ৬,৭৭০। টি-টুয়েন্টিতে ৯২ ম্যাচে রান ২,৫৮৪।
চলতি বছর পাকিস্তান সফরে সাউথ আফ্রিকা প্রথমে দুটি টেস্ট খেলবে। সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে প্রোটিয়াবাহিনী।









