ভারতের বিপক্ষে ২০১৯ সালে টেস্টে অভিষেক হয়েছিল সাউথ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেইনরিখ ক্লাসেনের। গত চারবছরে সাদা পোশাকে খেলেছেন কেবল ৪টি ম্যাচ। এরমাঝেই টেস্টকে বিদায় বলে দিলেন ৩২ বর্ষী প্রোটিয়া ব্যাটার।
সোমবার এক বিবৃতিতে ক্লাসেন বলেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা তা ভাবার জন্য বেশকিছু রাত ঘুমহীন ছিলাম। এরপর ভেবে-চিন্তে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল, কেননা এখন পর্যন্ত আমার প্রিয় ফরম্যাট এটি।’
‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দুর্দান্ত একটি ভ্রমণ ছিল এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক আনন্দিত। আমার কাছে টেস্টের ব্যাগি ক্যাপটি সবচেয়ে মূল্যবান।’
চার টেস্ট খেলে ক্লাসেন ১০৪ রান করেছেন। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেকের পর গতবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টটি খেলেন। পরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন আরও দুই ম্যাচ।







