ভারতে দুই টেস্টের সিরিজে ইডেন গার্ডেনসে প্রথম ম্যাচে জয় নিয়ে দ্বিতীয়টিতে নেমে প্রথমদিনে ভালো সূচনা করেছে সফরকারী সাউথ আফ্রিকা। প্রথমদিনে প্রথম ইনিংসে ২৪৭ রান তুলেছে। আর ৩ উইকেট নিয়ে ভারতের লড়াই জারি রেখেছেন স্পিনার কুলদীপ যাদব।
টেম্বা বাভুমা গৌহাটির বাসারপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৮১.৫ ওভারে সফরকারীরা ৬ উইকেট হারিয়ে বোর্ডে ২৪৭ রান তুলে দিন শেষ করেছে।
ওপেনিং জুটিতে ভালো শুরু করে সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ৮২ রান তোলেন জুটিতে। জাসপ্রীত বুমরাহ নেন দিনের প্রথম উইকেট। দুই ওপেনারই ফেরেন সাউথ আফ্রিকার যখন সংগ্রহ ৮২।
তিনে নেমে ত্রিস্তান স্টাবস পারেননি অর্ধশতক পূরণে। ৪৯ রানে আউট হন কুলদীপের বলে। সাউথ আফ্রিকার হয়ে দিনের সর্বোচ্চ রান স্টাবসের। ১১২ বল খেলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংস সাজানো।
অধিনায়ক বাভুমা চারে নেমে খেলেন ৯২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন ২৫ রানে থাকা সেনুরান মুত্তুস্বামী ও ১ রানে থাকা কাইলি ভেরেইন্নে।
কুলদীপ নেন ৩ উইকেটে। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও বুমরাহ নেন একটি করে উইকেট।









