একমাসের জমজমাট লড়াই শেষে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল সাউথ আফ্রিকা ও ভারত। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা। বৃষ্টি বা অন্যান্য কারণে প্রথম দিন খেলা শেষ না হলে রোববার থাকছে রিজার্ভ ডে। সাউথ আফ্রিকার সামনে প্রথম আইসিসি বিশ্বকাপ জেতার হাতছানি। ২০১৩ তে সবশেষ আইসিসি’র টুর্নামেন্ট জেতা ভারতের সামনে গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেয়ার সেরা সুযোগ।








