রেজা হেনড্রিকসেরসেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। এ জয়ের মাধ্যমে অষ্টম সিরিজে এসে টি-টুয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজে শিরোপার দেখা পেল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন ডেনড্রিকস।
২০২২ সালের আগস্টের পর প্রায় আড়ার বছর পেরিয়ে শিরোপা জিতল সাউথ আফ্রিকা। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে শিরোপা জিতেছিল দলটি। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের মাধ্যমে সেই খরা কাটলো দলটির।
সেঞ্চুরিয়ানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। প্রোটিয়া বোলারদের তুলোধুনা করে ২০৬ রান তোলে দলটি। ৫৭ বলে ৯৮ রানে অপরাজিত থেকে ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন বাঁহাতি ওপেনার সাইম আইয়ুব। ৩১ রান করেন বাবর আজম, ৩০ রান আসে তাইব তাহিরের থেকে।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে পাকিস্তান। ২টি করে উইকেট নেন ডায়ান গালিয়েম ও ওটানেল বার্টম্যান। একটি উইকেট পান জর্জ লিন্ডে।
জবাব দিতে নেমে ৬৩ বলে সেঞ্চুরিসহ ১১৭ রান করেন প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস। রাসি ফন ডার ডুসেন ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। তাদের ঝড়ে ৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকেরা। এ দুই ব্যাটারের ১৫৭ রানের জুটি প্রোটিয়াদের আগের তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ে, আগেরটি ছিল ১৩৩ রানের।
এক ম্যাচের দুই ইনিংস মিলে হওয়া ৪১৬ রান সাউথ আফ্রিকা ও পাকিস্তানের সর্বোচ্চ টি-টুয়েন্টি রান। হেনড্রিকসের এ ম্যাচের সেঞ্চুরি মিলে ১৮টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন প্রোটিয়াদের মধ্যে সর্বোচ্চ, আগে এ রেকর্ডের মালিক ছিলেন কুইন্টন ডি কক।









