ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দল দিয়েছে সাউথ আফ্রিকা। টেস্টে থাকলেও সাদা বলের দুই ফরম্যাটে নেই ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং পেসার কাগিসো রাবাদা। ১০ ডিসেম্বর থেকে টি-টুয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে।
ওয়ানডে ও টি-টুয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ২৯ বর্ষী ডানহাতি ব্যাটার এইডেন মার্করাম। টেস্টে ফিরে দায়িত্ব বুঝে নেবেন ৩৩ বর্ষী বাভুমা। টেস্টে অভিষেক হতে চলেছে ২৩ বর্ষী ডানহাতি অফস্পিনার ও উইকেটকিপার-ব্যাটার ত্রিস্তান স্টাবসের।
জেরাল্ড কোয়েটজি, মার্কো জানসেন এবং লুনগি এনগিদিকে শুধু প্রথম দুটি টি-টুয়েন্টিতে রাখা হয়েছে। বিশ্রাম শেষে টেস্টের জন্য ফিরবেন তারা। বিশ্বকাপের আগে চোট পাওয়া এনরিখ নর্টজেকে ভারত সিরিজেও পাচ্ছে না প্রোটিয়া দল।
সাউথ আফ্রিকার টি-টুয়েন্টি দল
এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গের, জেরাল্ড কোয়েটজি, ডনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি মপঙ্গয়ানা, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, আন্দিলে ফেলুকোয়ও, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডুসেন, ত্রিস্তান স্টাবস, লিজার্ড উইলিয়াম।
ওয়ানডে দল
এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গের, টনি ডি জর্জি, রেজা হেনড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি মপঙ্গয়ানা, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, আন্দিলে ফেলুকোয়ও, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইন্নে, লিজার্ড উইলিয়ামস।
টেস্ট দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গের, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উয়ান মুল্ডার, লুনগি এনগিদি, কেগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন্নে।








