চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে দুই শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সারাদিনের বৃষ্টিতে ম্যাচে কোনো বল গড়ানো ছাড়াই পরিত্যক্ত হল খেলা। দুই দল একটি করে পয়েন্ট পেলেও নেট রানরেটে গ্রুপে টেবিলের শীর্ষে আছে সাউথ আফ্রিকা।
নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া অজি ও প্রোটিয়ারা সেমিফাইনালের পথে এগিয়ে থাকলেও কাগজে কলমে এখনও সুযোগ আছে আফগানিস্তান ও ইংল্যান্ডের। তবে কঠিন সমীকরণে পরের দুই ম্যাচে জিততে হবে তিন ও চারে থাকা দল দুটিকে। সাথে টেবিলের শীর্ষে থাকা দুদলের হারজিতেও থাকবে নানা হিসাব-নিকাশ।
স্টিভেন স্মিথ ও টেম্বা বাভুমাদের ম্যাচের টস হওয়ার কথা ছিল আড়াইটায় এবং খেলা শুরু হওয়ার কথা তিনটায়। সারাদিন বৃষ্টি হওয়ায় রাওয়ালপিন্ডিতে টস পর্যন্ত মাঠে গড়ায়নি। বুধবার ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচে যারা হারবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ তাদের। জয়ীদের নানা ধরনের সমীকরণ মেলাতে হবে প্রোটিয়া ও অজিদের বিপক্ষে।
গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা জিতলে কোনো ধরনের সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করবে দল দুটি।
আবার শেষ দুটি ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিতে উঠবে এ দুদল। কারণ ৩ পয়েন্ট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে টেবিলের শীর্ষ দুই। তাদের টপকে যাওয়ার সুযোগ থাকবে কেবল দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া দলের।









