সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার শেষ ৪ বলে প্রয়োজন ৪ রান, বোলিংয়ে কাগিসো রাবাদার ক্রিজে দাঁড়ানো গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম দু বল ডট দেয়ার পর মনে হচ্ছিল ম্যাচ গড়াবে সুপার ওভারে। নাটকীয় ওভারের পঞ্চম বলে ম্যাক্সওয়েলের রিভার্স সুইপ চারের মারে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে অজিরা। অলিখিতি ফাইনালে দলের ভার একাই টেনেছেন ম্যাক্সওয়েল।
সিরিজের শেষ টি-টুয়েন্টি কারিন্সে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় মিচেল মার্শ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে প্রোটিয়ারা। জবাবে ১ বল হাতে রেখেই ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।
১৭২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। ১৮ বলে ১৯ করে ট্রাভিস হেড ফিরে গেলে মার্শের সাথে ৬৬ রানে জুটি ভেঙে যায়। পরে দুই ওভারের মধ্যে মিডেল অর্ডারের সব ব্যাটারকে হারায় অজিরা। তিনটি চার ও পাঁচটি ছঁক্কায় ৩৭ বলের ৫৪ রান করে অধিনায়ক মার্শ ফিরে গেলে কিছুটা চাপে পরে অস্ট্রেলিয়া।
১৩ ওভারে ৫ উইকেটে ১২০ রানে যখন প্রায় ম্যাচ হাত ছাড়া, তখন ৪১ বলে অজিদের প্রয়োজন ৫৩ রান। এমন সময় দলের হাল ধরতে এক প্রান্তে ঝোড় ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আটটি চার ও দুটি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৬২ করে দলকে শুধু ম্যাচ না সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন করবিন বস। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেয়ানা মাপাখা। একটি উইকেট নেন এইডেন মার্করাম।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন ডিলাউড ব্রেভিস। ২৬ বলে ইনিংসের সর্বোচ্চ ৫৩ করেন ব্রেভিস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন রাসি ফন ডার ডুসেন। এছাড়া প্রিটোরিয়াস করেন ২৪ রান। অস্ট্রেলিয়ার নাথান এলিস নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।








