সুপার এইটে গ্রুপ ‘টু’তে টানা দুই জয় নিয়ে দারুণ ছন্দে আছে সাউথ আফ্রিকা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যাদের ঘরের মাঠে ম্যাচ হলেও মোটেও চিন্তিত নয় প্রোটিয়ারা, বরং ইতিবাচক খেলে জেতার কথা বলছেন স্পিনার কেশব মহারাজ।
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নামবে সোমবার ভোর সাড়ে ছয়টায়। ম্যাচ হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচের আগে মহারাজ বলেছেন, ‘এ দলটি বিশ্বাস করে দলগতভাবে দারুণকিছু করতে পারবে। অবশ্য, ভারতে হওয়া বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় হয়ে যাওয়া আমাদের বেশ আশাহত করেছিল।’
‘সুতরাং, আমরা এটাকে শুধু একটি খেলা হিসেবে নিতে চাই এবং ম্যাচের দিকে নজর দিতে চাই। আমরা কোনো নেতিবাচকতা দেখতে চাই না, সর্বোচ্চ নজর থাকছে ইতিবাচক ফলাফলের প্রতি।’
ম্যাচটি নিয়ে অবশ্য ভিন্ন সুর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। দলটির উইকেটকিপার ব্যাটার শাই হোপ বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবে খেলতে চাই। এই ফর্ম ধরে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এখন দলের কেমন বিপদাপন্ন অবস্থা।’









