গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। দেশের বাইরে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক কোনো দলের এটাই প্রথম শিরোপা। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় শিরোপা জেতার পর রংপুর রাইডার্স সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে দলটি। পাঠকদের জন্য বার্তাটি হুবহু তুলে ধরা হল।
শিরোপা জয়ের পর রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে রংপুর রাইডার্স গর্বিত, এই বিজয় আমাদের নয় এটি পুরো বাংলাদেশের। আপনাদের সমর্থন এবং বিশ্বাসই আমাদের জয়ের লড়াইয়ে এগিয়ে নিয়ে গেছে।’
‘এই যাত্রার প্রতিটি ধাপে আপনাদের সমর্থন ছিল আমাদের সাফল্যের চাবিকাঠি। ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য।’
শনিবার ভোরে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর। ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার সাথে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ দল নিয়ে উইন্ডিজে বসেছিল গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। আসরের প্রথম দুই ম্যাচে হেরে বাদ পড়ার শঙ্কা জেগেছিল রংপুরের। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠে দলটি, পরে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়ে ফিরছে।









