বাংলাদেশের কিংবদন্তী রক ব্যান্ড সোলস তাদের ৫০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে যাচ্ছে একটি বিশেষ আনপ্লাগড কনসার্ট-এর মাধ্যমে। “সোলস আনপ্লাগড: ফিফটিন ইয়ারস অব টাইমলেস মিউজিক’ শিরোনামের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামি ২ মে, চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল, বে ভিউ-তে।
মাস্টারকার্ড নিবেদিত এবং এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস আয়োজিত এই কনসার্টটি নিয়ে বিস্তারিত তুলে ধরতে হয়ে গেল একটি সংবাদ সম্মেলন। যেখানে ব্যান্ডের সদস্য পার্থ বড়ুয়া (লিড গিটার ও কণ্ঠ), মীর মাসুম (কী-বোর্ডিস্ট) এবং মারুফ হাসান রিয়াল (বেস গিটারিস্ট) কনসার্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস-এর সিইও মনজুমা মুরশেদ।
আয়োজকরা জানান, সোলস কেবল একটি ব্যান্ড নয়, এটি বাংলাদেশের সংগীত সংস্কৃতিকে গড়ে তোলার পাশাপাশি বহু প্রজন্মের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই আনপ্লাগড কনসার্টে শোনা যাবে সোলসের জনপ্রিয় গানগুলোর নতুন ঢঙে পরিবেশনা—নস্টালজিয়ায় ভরা এক আবেগঘন অভিজ্ঞতা।
তারা জানান, “এটি কেবল একটি কনসার্ট নয়, বরং একটি যুগপথ যাত্রার উদযাপন, যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং এখনো কোটি হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে।”
তারা এই কনসার্টটি উৎসর্গ করেছেন সকল প্রজন্মের শ্রোতাদের, যারা সোলস-এর সংগীতের সাথে বেড়ে উঠেছেন।
২ মে কনসার্ট শুরু হবে রাত ৮টায়। অগ্রিম টিকিটের মূল্য ৭ হাজার টাকা, যা কিনতে পাওয়া যাবে মাস্টারকার্ড -এর লিংকে।









