জেনেভায় নিজ বাড়িতে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সোফিয়া লরেন। এ ঘটনায় তার অস্ত্রোপচার করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়াশরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন ৮৯ বছর বয়সী এ অভিনেত্রী। এতে তার নিতম্ব ও ঊরুর অস্থি বেশ কয়েক জায়গায় গুরুতর ভাবে ভেঙ্গেছে।
সোফিয়ার মুখপাত্র জানিয়েছেন, অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাকে এখন বিশ্রাম নিতে হবে। সব ঠিক হয়ে যাবে।
১৯৬১ সালে ভিত্তোরিও ডি সিকার ক্লাসিক সিনেমা ‘টু উইমেন’-এ যুদ্ধকালীন এক মায়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেন সোফিয়া লরেন। এর ত্রিশ বছর পর ১৯৯১ সালে ক্যারিয়ারে সাফল্যের জন্য দ্বিতীয় অস্কার পান তিনি।
সোফিয়া লরেন বিশ শতকে ক্যারি গ্রান্ট, মারলন ব্র্যান্ডো, ফ্রাঙ্ক সিনাতারা ও পল নিউম্যানের সঙ্গে অভিনয় করেছেন। তাকে সর্বশেষ ২০২০ সালে ‘দ্য লাইফ হেড’ সিনেমায় দেখা গেছে।
সূত্র: বিবিসি








