২০২০ সালে যখন মহামারী করোনার প্রকোপে বেসামাল ছিল পুরো ভারত, ঠিক তখনই সাধারণ মানুষের পাশে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, সবকিছুই করেছেন তিনি। এই মহান উদ্যোগের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন অভিনেতা। একই কর্মের জন্য এবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে বিশেষ পুরস্কারের পুরস্কৃত হলেন অভিনেতা।
রবিবার (১ জুন) হায়দরাবাদে ‘মিস ওয়ার্ল্ড’-এর অনুষ্ঠানে দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতীর হাত থেকে বিশেষ পুরস্কার নেন সোনু সুদ। মহামারীর সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। এবার তাদেরকেই এই পুরস্কার উৎসর্গ করলেন অভিনেতা।
ইনস্টাগ্রামে অভিনেতা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে প্রথম ছবিতে অভিনেতাকে একটি কালো রঙের শার্ট পরে পুরস্কার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দ্বিতীয় ছবিতেও সদ্য পাওয়া বিশেষ পুরস্কারের সঙ্গে ফটোশুট করতে দেখা যায় অভিনেতাকে।
তৃতীয় ছবিতে ধরা পড়েছে পুরস্কার নেওয়ার বিশেষ মুহূর্ত, যেখানে রানার হাত থেকে পুরস্কার নিতে দেখা যায় অভিনেতাকে। চতুর্থ এবং পঞ্চম ছবিতেও ধরা পড়েছে আরও দুটি বিশেষ মুহূর্ত। তবে এই ছবিগুলি পোস্ট করে যে বার্তা দিয়েছেন অভিনেতা তাতে আরও একবার অভিনেতার সম্মানে মাথা নত করেছেন ভক্তরা।
পুরস্কার পেয়ে অভিনেতা লেখেন, ‘এই পুরস্কার সেই মায়ের জন্য যিনি সন্তানের ফিরে আসার জন্য প্রার্থনা করেছেন, প্রতিদিন বাসের অপেক্ষায় দিন কাটিয়েছেন। সেই সব ছাত্রদের উদ্দেশ্যে যারা পড়াশোনা করার খরচ যোগাড় করতে না পারলেও স্বপ্ন দেখতে ছাড়ে না। সেইসব পরিচয় শ্রমিকদের উদ্দেশ্যে, যারা মাইলের পর মাইল হেঁটেও নিজের বিশ্বাস হারিয়ে ফেলেননি।’









