হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউডের বহু কালজয়ী গানের শিল্পী সোনু নিগম, যে দৃশ্য দেখে ভক্ত অনুরাগীদের মনে তোলপাড়! কী হয়েছে প্রিয় শিল্পীর, জানতে চান তারা। এরমধ্যেই বার্তা দিলেন সোনু।
সম্প্রতি পুনেতে একটি লাইভ শো চলাকালীন হঠাৎ গুরুতর পিঠের ব্যথায় আক্রান্ত হন সোনু নিগম। তবে তীব্র যন্ত্রণা সত্ত্বেও তিনি শো বন্ধ না করে গান চালিয়ে যান। পরে, তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের নিজের শারীরিক অবস্থার আপডেট দেন।
সোনু ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে মঞ্চে পারফর্ম করার সময় তার অসহনীয় ব্যথায় কষ্ট পাওয়ার মুহূর্ত ধরা পড়ে। পরে, জরুরি চিকিৎসা ও স্ট্রেচিং নেওয়ার পর তিনি আবার শক্তি সঞ্চয় করে মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করেন।
অসম্ভব শারীরিক কষ্টের কথা বলতে গিয়ে গায়ক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘ভীষণ কষ্ট হচ্ছে, আজ পর্যন্ত কোনওদিন শো’য়ের আগে এমন কষ্ট হয়নি।’’
ইনস্টাগ্রামের পাতায় সেদিনের একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে রয়েছেন গায়ক। শুয়ে শুয়েই ওইদিনের প্রবল যন্ত্রণার বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, “আমার জীবনের অন্যতম কঠিন একটা দিন। যেন মনে হচ্ছিল আমার মেরুদণ্ডে একটা সূঁচ গাঁথা, একটু এদিক ওদিক হলেই বিঁধছে।’’
ভিডিও শেয়ার করে সোনু একটি মর্মস্পর্শী বার্তাও লিখেছেন। সোনু লিখেছেন, ‘‘সবার কাছে মজার মনে হলেও শো করা খুবই কঠিন একটি পেশা। দেবী সরস্বতী এভাবেই আমার হাত আরও শক্ত করে ধরুন।’’









